আটত্রিশ শিবমন্দিরে শিবরাত্রি পালনের প্রস্তুতি শুরু

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কাটিগড়া রতনপুর সীমান্তের বিএসএফের তত্বাবধানে প্রতি বছর শিবরাত্রিতে আটত্রিশ শিববাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা পূজার্চনা করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শিবচতুর্দশীতে মহাশিবরাত্রি পালনের প্রস্তুতি জোরকদমে চলছে। রবিবার আটত্রিশ শিববাড়ি মন্দির প্রাঙ্গনে কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে প্রস্তুতির কথা তুলে ধরেন। এতে কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি অমরচাঁদ জৈন, ১৭২ ব্যাটেলিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জ্ঞানেন্দ্র সিং, এসআই মোহিত উত্তম, নাথানপুরের অফিসার কমান্ডিং অনিল নায়ার, বালিছড়া বিওপির এসআই আশিস শেরনা সহ কুটু দে, পায়েল দাস, প্রীতম পাল, দিবাকর দাস, মিশন দে, মান্না চন্দ, বাচ্চু দাস, শুভাশিস দে, মানবেন্দু দেব, অমর শুক্লবৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক অমরচাঁন্দ জৈনকে সভাপতি, প্রাক্তন জেলাপরিষদ সদস্য সুব্রত চক্রবর্তীকে উপসভাপতি এবং রাজন দাসকে সম্পাদক মনোনীত পুজো পরিচালনা কমিটি কাজকর্ম শুরু করেছে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News