রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শিলচর শহর সংলগ্ন ছোটদুধপাতিল এলাকার এক যুবকের বিরুদ্ধে ১৭ বছরের এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকশো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
নাবালিকার অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে। পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পরিবারকে ক্ষতি করার ভয় দেখিয়ে মেয়েটিকে হোটেলে যেতে বলে কিন্তু মেয়েটি তার কথামতো হোটেলে না যাওয়ায় ইনস্টাগ্রামে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার নগণ ছবি সহ বহু আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয় l
মেয়েটির পরিবারের দাবি, অভিযুক্ত সামাজিক মাধ্যমে নাবালিকাকে হেনস্তা ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। এবং মেয়েটির ভাই ও বাবাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এই ঘটনার জেরে নাবালিকাটি মানসিক চাপে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিষয়টি আগেই পুলিশের কাছে জানানো হয়েছিল। তবে অভিযোগ, প্রাথমিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অভিযুক্ত হুমকি ও কটূক্তি চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
এ বিষয়ে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থান করছে। তাকে আটক করার জন্য আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তাঁরা।


