বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : প্রদেশ কংগ্রেসে ফের বড়সড় ভাঙন দেখা দিয়েছে। দল ত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফুল্লকুমার দাস। তিনি আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ-এর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
সামাজিক মাধ্যম ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতির পদে থেকে তিনি দলের প্রচার-প্রসার, অনলাইন প্রচারণা এবং ডিজিটাল কৌশলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর হঠাৎ পদত্যাগে দলের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যদিও পদত্যাগের পর তিনি ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষে বিষয়টি নিয়ে শিগগিরই প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে।


