সাধারণ মানুষ শোষিত হতে হতে ভোট বিমুখ হয়ে পড়েছেন : প্রভাসচন্দ্র

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে ঘুংঘুর বাজার, বদরপুর থানা রোড ও বড়যাত্রাপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়, জেলা কমিটির অন্যতম সদস্য হিল্লোল ভট্টাচার্য ও প্রভাসচন্দ্র সরকার। প্রার্থী প্রভাসচন্দ্র সরকার বলেন  গত ১৯ এপ্রিল প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে সেই সব কেন্দ্রের আট থেকে দশ শতাংশ মানুষ কম ভোট দিয়েছেন অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার ভোট দিতে জনগণকে উৎসাহিত করতে নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ শোষিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ভোট দিয়ে যে কিছু হবে তা আর বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে তাহলে তো উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে ভোট প্রদানের শতাংশ আরও বৃদ্ধি পেত। বিজেপি দলের উন্নয়নের ফাঁকা আওয়াজ জনগণ এখন বুঝতে পারছেন।

সাধারণ মানুষ শোষিত হতে হতে ভোট বিমুখ হয়ে পড়েছেন : প্রভাসচন্দ্র

তিনি বলেন, কংগ্রেস, বিজেপি ও তৃনমূল কংগ্রেস দল ক্ষমতা দখল করতে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভোট চলে গেলে তারা পুঁজিপতিদের মুনাফা অর্জনের জন্য দিবারাত্র কাজ করেন। ফলে দেশের ৫৭ টি পরিবারের হাতে দেশের সিংহভাগ সম্পদ জমা হয়েছে। অন্যদিকে সরকারি পরিসংখ্যান বলছে যে দেশের ২২ কোটি মানুষ রাতে না খেয়ে শুতে বাধ্য হয়। শুধু তাই নয় দেশের পাঁচ বছর হওয়ার আগে শিশুদের মৃত্যুর হারে বিশ্বের দ্বিতীয়। তিনি বলেন বিজেপি সরকার এসব তথ্য লুকিয়ে উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী দলের প্রার্থীদের ভোট না দিতে তিনি সবাইকে আহ্বান জানান।

সাধারণ মানুষ শোষিত হতে হতে ভোট বিমুখ হয়ে পড়েছেন : প্রভাসচন্দ্র

অধ্যাপক অজয় রায় বলেন, বিজেপি দলের শাসন থেকে দেশের জনগণ মুক্তি চাইছেন। পরিবর্তনের হাওয়া বইছে সারা দেশে। কিন্তু সরকার পরিবর্তন হলেও জনজীবনের সমস্যা সমাধান হবে না। জনজীবনের সমস্যা সমাধান হয় একমাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে। তিনি বলেন, ভোটে সরকার বদলায় ব্যবস্থার বদল হয় না। ব্যবস্থা বদল করতে হবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, গণ আন্দোলনের একজন পরীক্ষিত সৈনিক প্রভাসচন্দ্র সরকার এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সবাইকে দলের প্রার্থীকে জয়ী করতে আহ্বান জানান।

Author

Spread the News