রাহুল গান্ধীকে নকশাল আখ্যা, পুলিশের মামলা
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : রাহুল গান্ধীকে নকশাল আখ্যা দিয়ে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য রাজ্যের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রসাদ সিংকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর কিছুক্ষণ পরই অসমে পুলিশের শীর্ষকর্তা জানান, আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা খানাপাড়ায় প্রবেশ করার পরই ঘটনার সূত্রপাত। মুখ্যমন্ত্রী এগেই জানিয়েছিলেন গুয়াহাটি শহরে প্রবেশ করতে পারবে না কংগ্রেসের যাত্রা। কারণ এতে শহরে প্রবল ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে। এর পরিবর্তে খানাপাড়া থেকে হাইওয়ে ধরে জালুকবাড়ি অভিমুখে যেতে পারবেন রাহুল ও তাঁর সঙ্গীরা।
মঙ্গলবার সকালে গুয়াহাটিতে অশান্তির পরে এক্স হ্যান্ডলে হিমন্ত লেখেন, ”এমন ঘটনা অসমিয়া সংস্কৃতির অংশ নয়। আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র। এই ধরনের ‘নকশাল কৌশল’ আমাদের সংস্কৃতির পক্ষে সম্পূর্ণ বিজাতীয়। জনতাকে হিংসায় উস্কানি দেওয়ার জন্য আপনাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আমি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছি। আপনাদের ব্যবহার করা ভিডিয়ো ফুটেজই আপনাদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে।” রাহুলের পাশাপাশি অসম পুলিশ এফআইআর করেছে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা-সহ দলের বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে।
হিমন্তের ওই নির্দেশের পরেই রাহুল বলেছিলেন, ”আমাকে মন্দির, বিশ্ববিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’কে ভয় দেখানোর কৌশলের অঙ্গ। কিন্তু আমরা ভয় পাই না।” মঙ্গলবার রাজধানী গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করার পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও রাহুলকে অনুমতি দিতে অস্বীকার করে হিমন্তের পুলিশ। পাঁচ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক রাজধানীতে প্রবেশের চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন। আর তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র জমায়েত ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে পুলিশ। আহত হন কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-কর্মী।