পল্টন বাজার বেঙ্গলি এইচএসে ভারত বিকাশ পরিষদের বৃক্ষরোপণ

বরাক তরঙ্গ, ১৩ মে : সবুজ পৃথিবী ও বিশুদ্ধ অক্সজেন বৃদ্ধির উদ্দেশ্য ভারত বিকাশ পরিষদের উদ্বোগে গুয়াহাটি পল্টন বাজার বেঙ্গলি এইচএসে স্কুলে বৃক্ষরোপন কার্যসূচি হাতে নিলো ভারত বিকাশ পরিষদ অসম প্রান্ত। সোমবার পল্টন বাজারস্থিত বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলে ভারত বিকাশ পরিষদ আয়োজিত বৃক্ষরোপন কার্যসূচিতে অংশগ্রহন করে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ভারত বিকাশ পরিষদের পৃষ্ঠপোষক ড. সমুদ্র গুপ্ত কাশ্যপ বক্তব্যে রাখতে গিয়ে তার মতামত তোলে ধরেন এভাবেই সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে গাছ পরিবেশের ভারসাম্যও রক্ষা করতে হবে তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এও বলেন বর্তমান সময়ে গাছ পালা রোপন করা খুব জরুরি বনাঞ্চল ও সবুজের পরিমাণ প্রতিদিন দ্রুত হারে কমছে। শহরাঞ্চলে বড় বড় বৃক্ষ কেটে রোপণ করা হচ্ছে শোভাবর্ধনকারী গাছ। নিয়ম না মেনে ভরাট করা হচ্ছে জলাশয়। ফলে তাপ প্রবাহের মাত্রা বেড়ে যাওয়া সহ খাদ্যশৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিপদের মুখে পড়েছে জীববৈচিত্র্য। তাঁর বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা পদ্মশ্রী দুখু মাঝির প্রসঙ্গ।

বনাঞ্চল ও সবুজের পরিমাণ দ্রুত হারে হ্রাসের পাশাপাশি বিপদের মুখে জীববৈচিত্র্য : সমুদ্র গুপ্ত

বলেন, পেশায় দিন মজুর নিজের জেলায় গাছ দাদু নামে পরিচিত। অন্যের কোনও সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে বছরের পর বছর গাছ লাগিয়ে চলেছেন। সবুজ ভবিষ্যতের জন্য বৃক্ষরোপনে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গের রুক্ষ জেলা পুরুলিয়াতে বিগত পাঁচ দশক ধরে নিরন্তর কাজ করে চলেছেন। তাই ভারত সরকার পরিবেশ রক্ষার্থে তথা সামাজিক কাজে অবদান রাখার জন্য তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দ্বারা ভূষিত করে।

পল্টন বাজার বেঙ্গলি এইচএসে ভারত বিকাশ পরিষদের বৃক্ষরোপণ

ভারত মাতা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করতে গিয়ে ইনস্টিটিউটঅব অব এডভান্সড স্টাই সাইন্স এন্ড টেকনোলজি গুয়াহাটিতে কর্মরত বিজ্ঞানী ড. মলয়জ জয়রাজ ভট্টাচার্য্য বলেন, ফুল গাছ নান্দনিকতা বাড়ায়। তবে ফলদ গাছ হলে তা পাখি সহ অন্যান্য প্রাণীর জন্যও আশ্রয় ও খাবারের উৎস হয়ে উঠতে পারে। প্রত্যেক মানুষের গাছ লাগানো উচিত। তবে পরিবেশ রক্ষায় ছোট বড় সব ধরনের গাছের প্রয়োজনীয়তা রয়েছে। উপস্থিত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপনের মধ্যে সচেতনতা বাড়াতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত তোলে ধরেন তিনি।

ভারত বিকাশ পরিষদ অসম প্রান্ত সাধারণ সম্পাদক নির্মলকান্তি দে বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংঘটন ভারত বিকাশ পরিষদ। প্রকৃতির সঙ্গে ভারত বিকাশের সম্পর্ক অতপ্রোতভাবে ভাবে জড়িত। প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখার জন্যই বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়ে থাকে।

পল্টন বাজার বেঙ্গলি এইচএসে ভারত বিকাশ পরিষদের বৃক্ষরোপণ

উত্তর পূর্বাঞ্চলের রিজিওনাল সেক্রেটারি (সম্পর্ক) বিশ্বজ্যোতি দে জানান, শুধু বৃক্ষরোপন করলে পরিবেশ নিয়ে সচেতন হওয়া যায় না। রক্ষণাবেক্ষণ সহ পরিচর্যার বিষয়ে সচেতন হওয়াটাই জরুরি। বেঙ্গলি এইচএস স্কুলে রোপণ করা বৃক্ষচারার পরিচর্যার দায়িত্ব নেবে পরিষদ। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
এই মাসেই জালুকবাড়িস্থিত অসম ইঞ্জিনিয়ারিং কলেজে ভারত বিকাশ পরিষদ অসম প্রান্তের পক্ষ থেকে বৃক্ষরোপন কার্যসূচি হাতে নেওয়া হবে বলে জানান তিনি। বক্তব্য রাখেন অসম প্রান্তের সভাপতি শান্তাল মিত্তল, বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা নাজরানা রহমান হাজরিকা, স্কুল পরিচালন সমিতির সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ শিক্ষিকা অনুরাধা পাত্র।

উল্লেখ্য, সোমবার স্কুল প্রাঙ্গনে বিভিন্ন ফলাদি এবং ঔষধি ৭০ টি বৃক্ষচারা রোপন করা হয় পরিষদের পক্ষ থেকে। আগামী এক বছর রোপন করা চারা গুলির পরিচর্যার দায়িত্ব নেওয়া হয় ভারত বিকাশের অসম প্রান্তের পক্ষ থেকে।

Author

Spread the News