সিঙ্গিরখালে আরসিসি গার্ড ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস মন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শিলচরের নগর পরিকাঠামোকে আরও মজবুত করা এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার অসমের জলসম্পদ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পীযূষ হাজরিকা বিলপাড়ের রাধামাধব আখড়ার কাছে সিঙ্গিরখালের উপর ৪.৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি আরসিসি ড্রেন প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি শহরের অন্যতম ব্যস্ত এলাকায় দুই ও তিন চাকার যান চলাচল আরও মসৃণ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব (আইএএস), সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রকল্পটির আওতায় প্রায় ৪৮০ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি একটি পাকা চলাচল পথ তৈরি করা হবে। এর ফলে বিলপাড়, ফাটক বাজার ও সংলগ্ন নিউ মার্কেট এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও যাতায়াতকারীরা ব্যাপক উপকৃত হবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, এই প্রকল্প কেবল একটি নির্মাণকাজ নয়, বরং শিলচরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি নাগরিক সমাধান। তিনি বলেন, বিলপার ও ফাটক বাজারের মতো এলাকায় বাণিজ্যিক ও পথচারী চলাচল অত্যন্ত বেশি, ফলে নিষ্কাশন ব্যবস্থার সমস্যাগুলি জননিরাপত্তা, যান চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব ফেলে। মন্ত্রী আরও জানান, অসম সরকার অস্থায়ী ব্যবস্থার পরিবর্তে এখন সুপরিকল্পিত ও টেকসই পরিকাঠামো নির্মাণে জোর দিচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, ৪.৮০ কোটি টাকা বরাদ্দ সরকারের মানসম্মত পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতির প্রতিফলন। সিঙ্গিরখালের উপর আরসিসি ড্রেন নির্মাণ ও দুই-তিন চাকার যান চলাচলের জন্য পৃথক পথ বর্ষাকালে দ্রুত জলনিষ্কাশন নিশ্চিত করবে এবং সারা বছর নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত সম্ভব করবে। এ ধরনের সমন্বিত পরিকল্পনাই শিলচরের মতো বর্ধনশীল শহরের টেকসই নগর উন্নয়নের জন্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান অসম সরকারের উন্নয়ন দর্শন পুনর্ব্যক্ত করে মন্ত্রী হাজরিকা বলেন, জনমুখী শাসনই সরকারের মূল লক্ষ্য, যেখানে বাস্তবভিত্তিক ও দীর্ঘদিনের জনদাবির সঙ্গে যুক্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বরাক উপত্যকাসহ রাজ্যের সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন সাধন করে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক অগ্রগতি ও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য।

বক্তব্যের শেষে মন্ত্রী আশ্বাস দেন, জলসম্পদ দপ্তর প্রকল্পটির কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হয়। তিনি নির্মাণপর্বে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন এবং শিলচর ও সমগ্র বরাক উপত্যকার মানুষের জন্য নিরাপদ, সহজ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার নাগরিক-বান্ধব ও টেকসই পরিকাঠামো প্রকল্প গ্রহণে অটল থাকবে বলে জানান।

এর আগে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই দিনটিকে বিলপাড় ও পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকার মানুষের জন্য আনন্দ ও ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বর্ষাকালে জল জমে থাকার কারণে ফাটক বাজার ও নিউ মার্কেট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে ভুগছেন, আর এই নতুন প্রকল্প সেই সমস্যার স্থায়ী সমাধান দেবে। শিলচরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মন্ত্রী পীযূষ হাজরিকাকে প্রকল্পের শিলান্যাস করার জন্য এবং মন্ত্রী কৌশিক রায়কে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি এই উদ্যোগকে এলাকার জন্য একটি মাইলফলক উন্নয়ন বলে উল্লেখ করেন।
বিধায়ক আরও বলেন, উন্নয়নমূলক কাজ সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মসূচিকে সফল করার জন্য দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


