আটদিন ধরে নিখোঁজ গোঁসাইপুরের কিশোর, বাবার আর্জি

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : আট দিন ধরে নিখোঁজ উধারবন্দের গোঁসাইপুর দ্বিতীয় খণ্ড এলাকার এক কিশোর। গত ২ জানুয়ারি দুপুরে খেলতে বের হয়ে আর ফিরেনি আশিক উদ্দিন লস্করের ছেলে আব্দুল কালাম লস্কর ওরফে সুহান (১৫)। প্রথম দু-তিন এক এলাকার এক ব্যক্তির ঘরে কাজ করেছে। সেকথা জানতে পেরে আশিক উদ্দিন সহ অন্যান্যরা ওই বাড়িতে গিয়ে খোঁজ করেন। ওই বাড়ির লোকরা জানায় সে চলে গেছে। শুক্রবার একটি মোবাইল থেকে ফোন করে জানায় সে ট্রেনে রয়েছে।

আশিক উদ্দিন উধারবন্দ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা করেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান যদি কোন ব্যক্তি কিশোরটিকে দেখতে পান অতিসত্বর ৬৯০০৩৫২৬৮৭/ ৯১২৬২০৩৬৪১ করতে বা পুলিশে খবর দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *