নোটা-র নিয়ম নিয়ে শীর্ষ আদালতে পিটিশন

২৭ এপ্রিল : কয়েক বছর আগে থেকে এসেছে নোটা-র বিকল্প। নন অফ দ্য অ্যাবভ অর্থাৎ নোটা (NOTA) বিকল্প ব্যবহার করতে পারেন ভোটাররা। এটা বোঝানোর জন্য যে তাদের কোনও প্রার্থীই পছন্দ হয়নি। কিন্তু এই নোটা সর্বোচ্চ ভোট পেলেও নির্বাচন বাতিলের কোনও ব্যবস্থা নেই। এবার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নোটা নিয়ম পরিবর্তনের আবেদনে নির্বাচন কমিশনকে (Election Commission of India) নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এ বিষয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।

নোটা-র নিয়ম নিয়ে শীর্ষ আদালতে পিটিশন দেন লেখক শিব খেরা। পিটিশনে বলা হয়েছে, কোনও কেন্দ্রে সর্বাধিক ভোট পড়লে ভোট বাতিল তো বটেই, একইসঙ্গে নতুন নির্বাচনে সংশ্লিষ্ট প্রার্থী ও রাজনৈতিক দলগুলির অংশগ্রহণেও নিয়ন্ত্রণ আরোপের দাবি জানানো হয়েছে। শুক্রবার সেই জনস্বার্থ মামলাটি ওঠে শীর্ষ আদালতে। শুনানির পর নির্বাচন কমিশনকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

Author

Spread the News