বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে : আমিনুল হক

কাবুগঞ্জ বাজারে সংবর্ধনা ও সমর্থন

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাবুগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এক সংবর্ধনা সভায় নগদীরগ্রাম–চান্দপুর এলাকার বহু বাসিন্দা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের প্রতি জোরালো সমর্থন জানান। কংগ্রেসের মনোনয়ন দৌড়ে তাঁর নাম বিবেচনায় নেওয়ার দাবি জানায় স্থানীয় মানুষজন। রবিবার নাজিম উদ্দিন লস্করের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ধর্মীয় পক্ষপাতমূলক নীতির তীব্র সমালোচনা করেন লস্কর। তাঁর অভিযোগ, বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক আচরণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি অবিচার করা হচ্ছে। পাশাপাশি লাগামহীন মূল্যবৃদ্ধি ও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের টিকিট প্রসঙ্গে আমিনুল হক জানান, তিনি মনোনয়ন না পেলেও দলের যিনি প্রার্থী হবেন, তাঁর পক্ষেই তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। বর্তমান সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার বিভিন্ন সিদ্ধান্ত ও আচরণকে তিনি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন যে সোনাইয়ের জনগণ এখন তাঁর প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে।

সভায় জালাল উদ্দিন মজুমদার, নিলিমা বেগম লস্কর, জহিরুল হক লস্করসহ অন্যান্য বক্তারাও মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল আহমেদ বড়ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *