রেশনকার্ড আবেদনে জনগণ হয়রানি বন্ধের আর্জি

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নয়া রেশন কার্ড আবেদনে জনগণ হয়রানির মুখে পড়েছেন। এমনই অভিযোগ করলেন সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সেনাবাড়িঘাট জিপি সভাপতি সাবিনা হাবিব বড়ভূইয়ার প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া। সোমবার জিপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সামসুল ইসলাম জানান, সরকার যদিও রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া চালু করেছে তবে এতে হয়রানি হচ্ছেন জনপ্রতিনিধি ও নাগরিকরা। পুরনো প্রপত্রে আবেদন করার ফলে আধার কার্ডের নম্বর নথিভুক্ত করা যাচ্ছে না।

২০২১ সালে সেনসাস না হওয়ায় ২০১১ সালের সেনসাস অনুযায়ী আবেদন প্রক্রিয়া কাজ চলায় বাদ পড়ছে অনেক অসহায় পরিবারের সদস্যদের নাম। এ বিষযগুলোর প্রতি বিবেচনা করতে প্রশাসন ও সরকারের প্রতি অনরোধ জানান সামসুল ইসলাম ওরফে বুট্টু। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিপি সচিব অক্রম কিষান সিংহ, হামিদুল হক চৌধুরী, আমিনুল হক লস্কর, সফিক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News