করিমগঞ্জে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার পাথারকান্দির যুবক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ মে : মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে ৪০ কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। ধৃত পাচারকারী পাথারকান্দি এলাকার সেলিম উদ্দিন ওরফে আব্দুল্লা বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
করিমগঞ্জ সদর পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে অভিযানে নামে পুলিশের দল। অভিযানকারী দলের নেতৃত্বে থাকেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। পোয়ামরা বাইপাস এলাকায় ওৎপেতে বসে থাকে অভিযানকারী দল। এরপর এএস ০২ এএইচ ৪০২৬ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় ২ লক্ষ ইয়াবা ট্যাবলেট। এরপর আটক করা হয় পাচারকারীকে।
পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ গ্রেফতার করেছে। করিমগঞ্জের সদর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাদক পাচারের বেশ কিছু তথ্য লাভ করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এগুলো এই মুহুর্তে খোলসা করা হচ্ছে না। পুলিশ সুপার আরও জানান, ধৃত পাচারকারীর সূত্র ধরে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে। বলেন, ট্যাবলেটগুলি মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করা হয়েছিল। গোপন খবরে তথ্য লাভ করলে পুলিশ সক্রিয় হয়ে উঠে। এরপর সাফল্য আসে।