ধরমখাল চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে ধরমখাল চা বাগানে (শিলকুড়ি) বিনামূল্যে ছানি শনাক্তকরন ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডাঃ আশিক মইন ও অপটেমেটরিসট দ্বারা মোট ৯৭ জন রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং ২৯ জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে।

এ দিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে।এছাড়াও হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ইয়াসি আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে।ইয়াসি-এর পক্ষে ক্যাম্প ইনচার্জ বেনু দাস, কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সাধারণ সম্পাদক প্রনয় নাগ, আব্দুল মতিন খান, অমিত গোয়ালা, সাধু গৌর, সঞ্জয় কুমার দাস, বিনয় কুমার দাস, ছটোলাল গোয়ালা, পূর্ণকুমার দাস, সুবাসলাল নুনিয়া, প্রসন্ন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী দিনেও এই অঞ্চলে আরো শিবির আয়োজিত হবে বলেও জানান ইয়াসির কর্মকর্তারা।

ধরমখাল চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
ধরমখাল চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Author

Spread the News