ক্রীড়া দিবসে পাঁচ প্রবীণ ফুটবলারকে সংবর্ধনা পাথারকান্দি স্পোর্টস কমিটির

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবসে পাঁচ প্রবীণ ফুটবলারকে সংবর্ধনা দিল পাথারকান্দি স্পোর্টস কমিটি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে ঘরে ঘরে গিয়ে স্থানীয় প্রবীণ পাঁচ ফুটবলারকে সংবর্ধনা দিল পাথারকান্দি স্পোর্টস কমিটি। এ উপলক্ষ্যে আজ হকির যাদুকর মেজর ধ্যানচাঁদ সিংয়ের ১২০ তম জন্মদিনে বৃহত্তর পাথারকান্দি এলাকার শ্যামল কুন্ডু, আরজ আলী, বেনু কুমার সিনহা, কাজল আচার্য ও শংকর লাল দাসের মত প্রবীণ পাঁচ ফুটবলারদের বাড়িতে গিয়ে স্পোর্টস কমিটির এক প্রতিনিধি দল তাঁদের একটি করে গামছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

এতে সংবর্ধিত প্রবীণ প্রতিজন খেলোয়াড়রা স্পোর্টস কমিটির এহেন উদ্দ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা প্রত্যেকে নতুন প্রজন্মের প্রতিজন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ সিংয়ের জীবনী অধ্যয়নের পাশাপাশি তাঁর আদর্শে অনুপ্রাণিত হবার আহ্বান জানান। এদিন উপস্থিত ছিলেন পাথারকান্দি স্পোর্টস কমিটির সচিব বিশ্বজিৎ সিনহা, সুব্রত পুরকায়স্থ, কানু সিনহা, অমিতাভ সিনহা, অনুপ দাস প্রমুখ।

ক্রীড়া দিবসে পাঁচ প্রবীণ ফুটবলারকে সংবর্ধনা পাথারকান্দি স্পোর্টস কমিটির
ক্রীড়া দিবসে পাঁচ প্রবীণ ফুটবলারকে সংবর্ধনা পাথারকান্দি স্পোর্টস কমিটির

Author

Spread the News