হাইলাকান্দিতে শহিদ দিবসে রক্তদান শিবির, ফোরামের প্রতিষ্ঠা দিবস পালন
বরাক তরঙ্গ, ২০ মে : ১৯৬১ সালের ১৯শে মে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্ম বলিদানকারী বরাক উপত্যকার একাদশ ভাষা শহিদদের প্রতি হাইলাকান্দি জেলাতেও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। গত ১৮ ও ১৯ মে হাইলাকান্দি শহরে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তার মধ্যে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারে এসে সরাসরি রক্তদান করেন ১৯ জন এবং সূরানা মটরস আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন ৩২ জন। ১৯ মে একাদশ ভাষা শহিদ দিবস তথা পড়াক বেলি ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাইলাকান্দি শহরের শহিদ স্মারক স্থলের বিপরীতে থাকা দুর্গা বাড়ি প্রাঙ্গনে সূরা না মটরস কর্তৃক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে মোট ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
হাইলাকান্দি সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান শিবিরের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বরাক ভ্যালি ভ্যালেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের জন্ম কথা নিয়ে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় ও জেলা স্তরের কর্মকর্তাগণ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি চাচা প্রাক্তন জেলা সভাপতি সুদর্শন ভট্টাচার্য, হাইলাকান্দি জেলা সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ, কেন্দ্রীয় উপ-সভাপতি মাধবী শর্মা সহ কর্মকর্তারা। সুরানা মটরস এর পক্ষ থেকে প্রবন্ধক চাচা ফোরামের সদস্য সঞ্জীব দে জানান, সোরানা মটরস কর্তৃপক্ষ ব্যবসার পাশাপাশি সামাজিক কর্তব্যবোধে প্রায়ই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। আর উনিশে মে রক্তদান শিবির আয়োজন করার অনুভূতি টাই পৃথক। তাছাড়া এই দিন প্রতিষ্ঠা দিবসও। এজন্য তিনি প্রতিজন রক্তদাকে কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, ১৮ ও ১৯ মে, হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভাষা শহীদ দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য সমিতি ও ব্লাড সেন্টারের যত ব্যবস্থাপনায় সচেতনতা বলে অনুষ্ঠান এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তার মধ্যে ছিল হিন্দু রক্ষী দল, রোটারি ক্লাব অফ হাইলাকান্দি, হেলথ ফাউন্ডেশন, ব্লাড ফাইটার্স ফর হিমিউনিটি, এস এস কলেজ,ব্লাড ডোনার্স ফোরাম, হাইলাকান্দি জেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল ব্রহ্ম সংস্থা। এ মর্মে গত ১৮ মে ব্লাড সেন্টারে অনুষ্ঠিত সচেতনতা সভায় ভাষা শব্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন হাসপাতাল সুপার ডাঃ দেবব্রত দত্ত, ব্লাড সেন্টার ইনচার্জ ডাঃ অমিত সিনহা, রোটারি ক্লাবের দুই প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী ও বিজয়িনী ভট্টাচার্য প্রমূখ বক্তব্য রাখেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ব্লাড সেন্টারের টেকনিশিয়ান শাহ আলম চৌধুরী।
