পরিমলের জয় নিশ্চিত : অগপ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : বরাক উপত্যকার দুইটি লোকসভা আসনে নির্বাচনের ভোটদান পর্ব শেষে কাছাড় জেলা অগপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার শিলচর টাঙ্ক রোডে থাকা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ বলেন, তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চষে বেরিয়েছেন, সব জায়গায় একই কথা উঠে এসেছে যে, বিজেপি দলের জয় নিশ্চিত। সব থেকে বড় বিষয়টি হচ্ছে মিত্রজোটের রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে, তা বিগত দিনে কোনও সরকার করে নাই, এই সরকার উন্নয়নের সরকার। তৎসঙ্গে অগপ ও বিজেপি দলের সংগ্ৰাম এবং ত্যাগের ইতিহাস সবাইর অবগত রয়েছেন, বিরোধী দলগুলোর কোনও ধরনের রাজনৈতিক বা সমাজ সেবামূলক কাজের ইতিহাস আছে বলে কেউ বলতে পারবেন না।
বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে বিকল্প হিসেবে আর কোনও দল নেই।বিজেপি ও অগপ দলের নেতা -কর্মীরা নির্বাচনের ছয় মাসের আগের থেকে রাত-দিন এক করে ঐক্যবদ্ধ ভাবে কাজ গিয়েছেন, তাতে শিলচরের মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোটের ব্যবধানে জয় হবেন এবং করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মালা ৩০ থেকে ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন বলে তিনি জানান।
অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া জানান, রাজনৈতিক দল হিসেবে ভারতের বিজেপি দল সুপরিচিত ও আসামে প্রতিবাদী ও সংগ্ৰামী দল হিসেবে অগপ পরিচিত, এই দুইটি দলকে যখন এক হয়ে মিত্রজোটে পরিণত হয়েছিল, তখন থেকেই আসামে বিরোধী দল গুলো আর কোনোভাবেই ঠিকতে পারে নাই,মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য যেভাবে বরাকের উন্নয়নের স্বার্থে কাজ করে গিয়েছেন তাঁর জয় অবশ্যই হবে।
সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার দুই সম্পাদক মণিতন সিংহ ও সুজিত শর্মা, অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিংহা, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকিব হুসেন লস্কর ও জেলা সম্পাদক চিত্তরঞ্জন সিংহ, দলীয় জেলার ইলেকশন ইনচার্জ সুব্রত চন্দ, যুব পরিষদের সহ-সভাপতি জয়মোহন চন্দ্র পাল, স্বপন গুন, রাজেশ সিংহ সহ অন্যান্য নেতা-কর্মীরা।