দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বরে : শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি স্থানে ৫০ লক্ষ টাকার ব্যয়ে সাপেক্ষে উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার প্রথমে তিনি ১০ লক্ষ টাকার ব্যয়ে অরুণকুমার চন্দ আইন কলেজে বর্ধিত ভবন নির্মান কাজের শিলান্যাস করেন। তারপর তারাপুর নাথাপাড়ার নাথ ছাত্রাবাসে ১০ লক্ষ টাকার ব্যয়ে বাউন্ডারি ওয়াল কাজের শিলান্যাস করে। তারপর তারাপুর সর্বজনীন দুর্গা মণ্ডপের সাংস্কৃতিক ভবন নির্মানের জন্য ১০ লক্ষ টাকা, মেহেরপুর নাগা কলোনিতে রানি গাইডিনলিউ স্মৃতিতে কমিউনিটি হল নির্মানের জন্য ১০ টাকার ব্যায়ে কাজের শিলান্যাস করে এবং শিলচর ঘুংগুর রাম মন্দির ধরমশালায় ভবন নির্মানে ১০ লক্ষ টাকার ব্যায়ে কাজের শিলান্যাস করেন।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে পৃথক পৃথক ভাবে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বিভাগীয় আধিকারিকদের কাজের গুনগত মান উন্নত মানের হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পুর্ন করার জন্য নির্দেশ দেন।
এদিনের অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিক সহ বিজেপি মধ্য শহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, নিঊ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস, কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি ঝলক চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি ধলাই উপজেলা শশাঙ্কচন্দ্র পাল, অসম রাজ্য ওবিসি মোর্চার কোষাধক্ষ্য কৃষ্ণ জীবন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, সম্পাদিকা সুমনা দাস, সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


