রবিবার থেকে শুরু হচ্ছে পরেশচন্দ্র দাসগুপ্ত এ ডিভিশন ফুটবল

গুনগতমান নিম্নগামী বললেন সুজিত, নয়া দল কল্লোল সংঘ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুন : প্রতিবছরের মতো এবারেও শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হচ্ছে পরেশচন্দ্র দাসগুপ্ত মেমোরিয়াল প্রাইজমানি প্রথম বিভাগীয় লিগ কাম নকআউট  ফুটবল  প্রতিযোগিতা। বৃহস্পতিবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কর্মকর্তারা। শুরুতে সভাপতি শিবব্রত দত্ত স্পনসরার পরিবারের সদস্য সুজিত (কল্যাণ) দাসগুপ্ত, সাধারণ সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল শাখা সচিব বিকাশ দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীকে পাশে বসিয়ে বলেন, দীর্ঘ বছর থেকে পরেশচন্দ্র দাসগুপ্তের নামে স্পনসর করে আসছে তাদের পরিবার। এবারে আগামী ৩০ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। খেলা হবে  ডিএস এ-র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে।

স্পনসরার পরিবারের পক্ষে পরেশ চন্দ্র দাসগুপ্তের নাতি সুজিত দাসগুপ্ত জানান, তাঁর প্রয়াত পিতা জীতেন্দ্রনাথ (বাটু) দাসগুপ্ত জেলা ক্রীড়া সংস্থায় ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। তিনি পদে থাকাকালীন ১৯৭৫ সালে তাঁর প্রয়াত দাদু পরেশচন্দ্র দাসগুপ্তের নামে এই স্পন্সরশিপ শুরু করেন।  বাটুবাবু মারা যান ১৯৮৬ সালে। সেই থেকে ধারাবাহিকভাবে পরেশ চন্দ্রের স্মৃতিতে খেলায় সহযোগিতা করে আসছেন দাসগুপ্ত পরিবার। সুজিতবাবু এক প্রতিক্রিয়ায় এও বলেন, গত ক’বছর থেকে খেলার গুনগত মান ঠিক থাকছে না। এজন্য কিছুটা আক্ষেপ ব্যক্ত করেন তিনি।

সাধারণ সচিব অতনু ভট্টাচার্য জানান, গত বছরের ন্যায় এবারেও ৬টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। টুর্নামেন্টে নতুন দল হিসেবে খেলছে কল্লোল সংঘ।খেলায় চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে ট্রফি সমেত নগদ ২০ হাজার টাকা। রানার্স আপ দলকে দেয়া হবে নগদ ১০ হাজার টাকা। এছাড়া ব্যক্তিগত বেশকটি বিভাগে  ট্রফি সহ ১হাজার টাকা করে প্রদান করা হবে। খেলার ফাইনালের সম্ভাব্য তারিখ ২৩ জুলাই রাখা হয়েছে। তাছাড়া প্রতি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার প্রদান করা হবে।

ফুটবল শাখা সচিব বিকাশ দাস বলেন, ৬ দলের এই টুর্নামেন্টে মোট ১৬টি ম্যাচ হবে। খেলায় অংশগ্রহণকারী দলে ৮ জন ফুটবলার স্থানীয় হতে হবে এবং স্থানীয় হিসেবে শিলচর সাবডিভিশনকে চিহ্নিত করা হয়েছে। দলে সবাই স্থানীয় হলেও বাধা নেই। কোন খেলোয়াড় দল পরিবর্তন করে খেলতে চাইলে এক্ষেত্রে ফুটবল বিধি অনুসারে ডিএসএ-কে (সিআর এস এস পদ্ধতি) জানিয়ে খেলতে পারবেন। তবে দল পরিবর্তনকারী ফুটবলারকে স্থানীয় হতে হবে।

শাখা সচিব এও বলেন, খেলায় শৃঙ্খলা বজায় রাখতে ম্যানেজারদের নিয়ে মিটিং  করা হয়েছে। ম্যাচ বিকাল ৩-১৫ মিনিটে থেকে শুরু হবে। বেলা আড়াইটায় মাঠে রিপোর্টিং করতে বলা হয়েছে।

Author

Spread the News