শিলচরে সুপার ডিভিশন ক্রিকেট বুধবার থেকে, আয়োজনে এগিয়ে এল প্যারামাউন্ট স্কুল
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : প্রথমবারের মতো শিলচর জেলা ক্রীড়া সংস্থা-র সুপার ডিভিশন ক্রিকেটে স্পনসর হিসেবে এগিয়ে এলো একটি স্কুল। ২০ ডিসেম্বর শুরু হচ্ছে প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি (স্কুল)-র স্পনসরশিপে প্যারামাউন্ট ট্রফি শিলচর সুপার ডিভিশন ক্রিকেট। ৬টি দলকে নিয়েই হবে লিগ কাম নকআউটের এই আসর। গত বছর নারায়ণ চন্দ্র পাল স্মৃতি সুপার ডিভিশনের স্পনসর দিয়েছিলেন দেড় লক্ষ টাকা। এবার সেই পরিমাণ অর্থই দিচ্ছেন নতুন স্পনসর রংপুরের প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি কর্তৃপক্ষ।
মঙ্গলবার ডিএসএ-র সতীন্দ্রমোহন দেব স্টেডিয়াম কমপ্লেক্সের তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে সাংবাদিকদের ডেকে সুপার ডিভিশনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থা কর্মকর্তারা। সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন সচিব অতনু ভট্টাচার্য, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস এবং স্পনসরের পক্ষে সুধাংশু দাস ।
ছয় দলীয় সুপার ডিভিশনে এবার খেলছে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইটখলা এসি, ইউনাইটেড ক্লাব, ত্রিবেণী ক্লাব ও যোগাযোগ সংঘ। বুধবার উদ্বোধনী ম্যাচে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে গতবারের বিজয়ী ইন্ডিয়া খেলবে যোগাযোগ সংঘের বিরুদ্ধে। তবে যোগাযোগ সেই ম্যাচটা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। ফলে সিদ্ধান্তটা এখনও ঝুলে রয়েছে। তবে যা সিদ্ধান্ত নেওয়ার, মঙ্গলবারই নিতে হবে। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষে থাকা দলের সঙ্গে চার নম্বর দল সেমিফাইনালে মুখোমুখি হবে। অন্য সেমিতে খেলবে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দল। ছয় নম্বরে থাকা দলটি এ ডিভিশনে নেমে যাবে।
রঙিন পোশাকে, সাদা বলে খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হবে। এস জি ক্লাব বল দিয়ে খেলা হবে। বল কেনার জন্য ম্যাচ প্রতি প্রতিটি ক্লাবকে এক হাজার টাকা করে দেবে ডিএসএ। জার্সি কেনার জন্য ছয় হাজার টাকা দেওয়া হবে যোগাযোগ সংঘকে। কারণ, তারা গত মরশুমে এ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে সুপারে উঠে এসেছে। গত বছরের মতো ৪০ হাজার টাকা পাবে চ্যাম্পিয়ন দল। রানার্স দলকে দেওয়া হবে ২৫ হাজার। এছাড়া ব্যক্তিগত পুরস্কারও থাকছে। টুর্নামেন্টের সেরা বোলার, ব্যাটার এবং ম্যান অব দ্য সিরিজ পাবেন ৩০০ টাকা করে। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন দুই হাজার। সব ক্ষেত্রে থাকছে ট্রফিও।
এছাড়া প্রতিদিনের ম্যাচ সেরাকে একটি করে ট্রফি দিয়ে সম্মানিত করা হবে। ১৮ ম্যাচের সুপার ডিভিশন শেষ হওয়ার পর সম্ভাব্য ফাইনালের তারিখ আগামী ৯ জানুয়ারি ২০২৪ স্থির করা হয়েছে। সেদিনই ফ্লাডলাইটের আলোয় প্যারামাউন্ট কাপ হাতে তুলে নেবেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।
স্পনসরারদের পক্ষে ডিরেক্টর সুধাংশু দাস জানান, স্পনসরশিপের সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। যতদিন সম্ভব সুপার ডিভিশন আয়োজনের ব্যাপারে তিনি আগ্রহী। প্রসঙ্গত, পুরনো স্পনসর সরে দাঁড়ানোয় অনেকেই মনে করেছিলেন যে শিবব্রত দত্ত- অতনু ভট্টাচার্য জুটি বিপাকে পড়ে গিয়েছেন। এমনকি স্পনসর না পেলে ডিএসএ-র তহবিল ভেঙ্গে গতবারের সমান প্রাইজমানি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্পনসর এসে যাওয়ায় অতনুর সমালোচকরা বেশ হতাশই হবেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।