হাইলাকান্দিবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানে আহ্বান প্যারা সাইকেলিস্ট রাকেশের

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে জনগণের মধ্যে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার হাইলাকান্দি এসে পৌঁছালেন রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত অন্যতম আইকন প্যারা সাইকেলিস্ট রাকেশ বনিক। তিনি এ দিন দুপুরে করিমগঞ্জ জেলায় সচেতনতা পর্ব সম্পন্ন করে হাইলাকান্দি এসে পৌঁছালে শহরের প্রবেশপথে শ্রীকিষান সারদা কলেজের ছাত্রছাত্রী সহ এসভিইইপি সেলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

এদিন রাকেশ বণিককে কলেজের প্রবেশ দ্বারে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর। পাশাপাশি কলেজের ছাত্র সংসদের প্রতিনিধি  সহ অন্যান্যরা স্বাগত জানান। তারপর তিনি নতুন ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি নিজের জীবনের উদাহরণ টেনে এনে জীবনের প্রতিটি মুহূর্তে  হার না মানার মানসিকতা নিয়ে এগিয়ে চলার বার্তা দেন। পাশাপাশি এক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক ভোটদাতাকে ভোটদানের প্রয়োজনীয়তা কে অনুভব করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সবাইকে আগামী ২৬ এপ্রিল নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানান। জেলা প্রশাসনের পক্ষে এদিন কলেজ প্রাঙ্গনে স্বাগত জানান সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকট্রোরাল পার্টিসিপেশন সেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা জেলা সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু। তারপর সেল সদস্য শংকর চৌধুরী সফরত রাজ্যিক আইকনের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং হাইলাকান্দি জেলায় উনার সফরকালে বিভিন্ন কার্যসূচি সম্পর্কে সবাইকে অবগত করান। তারপর বিজয়িনী ভট্টাচার্যের পরিচালনায় ভোটার সচেতনতায় শপথ বাক্য পাঠ করেন ছাত্রছাত্রীসহ উপস্থিত সবাই।

হাইলাকান্দিবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানে আহ্বান প্যারা সাইকেলিস্ট রাকেশের

পরবর্তীতে এদিন বেলা তিনটায় জেলায় কার্যালয় প্রাঙ্গনে এক সচেতনতামূলক সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন নতুন প্রজন্মের ভোটার গন। সাইকেল র‍্যালির সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত ইএল ফাইরেম সহ নির্বাচন আধিকারিক বেদান্ত বিকাশ বরা, সহকারী আয়ক্তু পূজা দাওলাগপু সহ অন্যান্যরা। তারপর সচেতনতামূলক সাইকেল রেলী শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে নজরুল সদন প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডিসি ইএল ফাইরেম রাজেশ বণিককে উষ্ণ সংবর্ধনা জানান। তারপর বিভিন্ন মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাকেশ বনিক একবার ফের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

হাইলাকান্দিবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানে আহ্বান প্যারা সাইকেলিস্ট রাকেশের

তিনি একই সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশনের স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা সবার মধ্যে পৌঁছে দিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ৭ নম্বর করিমগঞ্জ সংসদীয় আসনে রেকর্ড সংখ্যক ভোট দানের জন্য হাইলাকান্দি জেলাবাসীকে অনুরোধ জানান। অনুষ্ঠানে নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে বিপ্লব দাস, হৃদয় ঘোষ, রাজদীপ যাদব, কয়েস আহমেদ বড়ভূইয়া, সত্যজিৎ দেব, রাহুল পাল, সুজিত দাস, নুরুল হক প্রমুখ।

Author

Spread the News