মঙ্গলবার হাইলাকান্দিতেও পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ
জনসংযোগ, হাইলাকান্দি।
হাইলাকান্দি ২১ অক্টোবর : হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার, ২২ অক্টোবর পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। হাইলাকান্দির ইলেকশন অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পঞ্চায়েত এলাকা পুনরনির্ধারনের আগের অর্থাৎ ডিলিমিটেশনের আগের ভিত্তিতে প্রণয়ন করা এই ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে।
খসড়া তালিকা ইলেকশন কমিশনের ওয়েবসাইট https://ermssec.assam.gov.in/ এ দেখা যাবে। সচিত্র ভোটার পরিচয় পত্রের নম্বর দিয়ে পঞ্চায়েত ভোটার তালিকার নাম দেখা যাবে। এছাড়া জেলা প্রশাসনের ওয়েবসাইটেও এই তালিকা দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য এ বছরের ৮ ফেব্রুয়ারি তারিখকে ভিত্তি করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।