আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন বরাক নাগরিক সংসদের

আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন বরাক নাগরিক সংসদের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : শিলচর প্রেস ক্লাবে আজাদ হিন্দ সরকারের ৮২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল বরাক নাগরিক সংসদ। সোমবার বরাক নাগরিক সংসদ এ উপলক্ষে  শিলচর প্রেস ক্লাবে এক সভার আয়োজন করা হয়। সভায় আলোচনার বিষয় ছিল “অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি আজও দেশ গঠনে উজ্জীবনী শক্তি।” সভায় অখণ্ড ভারতের একমাত্র প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু প্রদর্শিত পথেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

এ দিন প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বক্তব্য উপস্থাপন করেন কবি-লেখক-সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক – সাহিত্যিক হিমাশিস ভট্টাচার্য, লেখক – সমাজকর্মী দেবলীনা রায় প্রমুখ।

আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন বরাক নাগরিক সংসদের

তাঁরা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অখণ্ড ভারতের একমাত্র প্রধানমন্ত্রী। ১৯৪৩ খ্রিস্টাব্দে ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পরাজয়ের সূচনা হয়েছিল। আর ওই বছরেই ৩০ ডিসেম্বর পোর্ট ব্লোয়ারে প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু অবিভক্ত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ব্রিটিশ শাসকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকারের যে রূপরেখা তৈরি করা হয়। আর যে ভাবে বলিষ্ঠ মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তা নজিরবিহীন। অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী নেতাজি প্রদর্শিত পথেই  বহুধাবিভক্ত, সমস্যাক্লিষ্ট দেশে যথার্থ উত্তরণ ঘটতে পারে।দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গকে এ কথাটুকু বিশেষভাবে অনুধাবন করা উচিত।

Author

Spread the News