সংবিধান দিবস উপলক্ষে কাছাড় কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : সংবিধান দিবস উদযাপন উপলক্ষে ২৩ নভেম্বর কাছাড় কলেজের ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্র এবং স্থানীয় সাংস্কৃতিক সংস্থা ‘শিল্পাঙ্গন’-এর যৌথ উদ্যোগে “ভারতের সংবিধানে চিত্রগুলো” শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বাদশ শ্রেণি ও এর ঊর্ধ্বতন শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণকান্ত সন্দিকৈ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়সহ অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।বুধবার, ২৬ নভেম্বর বিকেল ৩টায় কাছাড় কলেজ অডিটোরিয়ামে সংবিধান দিবস উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, উপাধ্যক্ষ ড. মোহাম্মদ শামসুদ্দিন, শিল্পাঙ্গনের রজতজয়ন্তী বর্ষ উদযাপন সমিতির সভাপতি ও নেতাজি গবেষক নীহার রঞ্জন পাল এবং রাজনৈতিক বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা ড. স্মৃতি পাল প্রমুখ।স্বাগত ভাষণ দেন ড. স্মৃতি পাল। তিনি বলেন, “ভারতের সংবিধান সর্বমুখী ও সর্বব্যাপী এক দলিল, যা আমাদের গণতন্ত্র ও নাগরিক অধিকারের ভিত্তি।” অতিথি বক্তা নীহার রঞ্জন পাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ভারতের সংবিধান শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোই নয়, বরং মৌলিক অধিকার ও সাধারণতন্ত্রের মূল্যবোধ রক্ষার এক প্রাচীর। অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বলেন, ভবিষ্যতেও কলেজে এমন গঠনমূলক সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর আনন্দচন্দ্র ঘোষ বলেন, “বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম ভারতীয় সভ্যতার শ্রেষ্ঠ অর্জন হলো এই সংবিধান, যা নাগরিকদের সমতা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষার পথ দেখিয়েছে।” আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্ট বিভাগের প্রধান অধ্যাপক নির্মলকান্তি রায় এবং বিমলেন্দু সিনহার বাছাইয়ে প্রথম স্থানাধিকারীকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে তিন হাজার টাকা, এবং তৃতীয় স্থানাধিকারীকে দুই হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়। অন্যান্য অংশগ্রহণকারীদেরও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ, কাছাড় কলেজের মণিপুরি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সন্ধ্যারানি সিংহ প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিমন্ত বরা। শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *