লোয়াইরপোয়ায় ডাম্পারের পেছনে অটো ধাক্কা, আহত চার, অবরোধ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অসম–ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পেছনে অটোর ধাক্কায় আহত হলেন চারযাত্রী। শনিবার দুপুরে লোয়াইরপোয়া এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতর আহত হন চারজন যাত্রীর মধ্যে রয়েছে দুই শিশুও।প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুরাইবাড়ি থেকে পাথারকান্দি অভিমুখে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ডাম্পার লরি হঠাৎ সজোরে ব্রেক কষলে পেছনে থাকা যাত্রীবাহী…
