বদরপুরঘাটে বিকল্প রেললাইন চেয়ে দুই সাংসদকে দাবিপত্র প্রদান সুরজের
বরাক তরঙ্গ,১১ নভেম্বর : বদরপুরঘাটের যানজট এড়াতে ও সিদ্ধেশ্বর শিবমন্দিরের ভক্তদের নিরাপত্তার কারণে মন্দিরের সামনে থাকা রেলওয়ে লাইনের বিকল্প হিসেবে বদরপুরঘাট – পাঁচগ্ৰাম এএসইবি বোর্ড অবধি বাইপাস করার দাবি তুললেন শ্রীভূমি জেলা বিজেপি সহপ্রভারি সুরজ সেন। মঙ্গলবার দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরাকায়স্থের সাক্ষাৎ করে পৃথক পৃথক দাবিপত্র প্রদান করেন। এব্যাপারে সুরজ সেন যুক্তি…
