প্রয়াত ‘মুহুরি’ সোনাহর আলি বড়ভূইয়া
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : নর্থওয়াইথাং-এর সুপরিচিত মুহুরি সোনাহর আলি বড়ভূইয়া (৫৫) আর নেই। মঙ্গলবার দুপুর ১১টা ১৫ মিনিটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে সমগ্র এলাকা। নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন।…
