চাকমা স্বশাসিত জেলা পরিষদের জেডপিএম দলের পাঁচ সদস্য বিজেপিতে
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : মিজোরামের চাকমা স্বশাসিত জেলা পরিষদ (সিএডিসি)-এর জেডপিএম দলের পাঁচজন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। এই রাজনৈতিক রদবদল এমন এক সময়ে ঘটল, যখন শাসক জেডপিএম দল দাবি করেছিল যে ২০ সদস্যবিশিষ্ট পরিষদে তাদের ১৬ জন সদস্যের সমর্থন রয়েছে এবং সেই দাবি অনুযায়ী রাজ্যপাল ভি কে সিংহকে পরিষদে ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়ার আহ্বান…
