অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন শুরু
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন শুরু হল। শনিবার গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে আগামী দুই বছরের কার্যকরী কমিটি গঠন করতে ভোট পর্ব সকাল ৯ টা থেকে শুরু হয়। রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন অতুল্যমাধব গোস্বামী। সহযোগী হিসেবে ছিলেন পঙ্কজ দোয়ারা। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।
বরাক উপত্যকার কাছাড় থেকে ১৩ জন, করিমগঞ্জ ১৪ ও হাইলাকান্দি ১৬ জন ভোটার পৌঁছে মতদান করেন। কাছাড়ের প্রথম ভোট দেন অভিজিৎ ভট্টাচার্য।
উল্লেখ্য, নির্বাচনে মোট ২৯ জন প্রার্থী রয়েছেন। প্রতিটি পদে দু’জন করে প্রার্থী এবং আটটি কার্যকরী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সভাপতি পদে দুই প্রার্থী হলেন মধুসূদন মেধি ও তুতুমণি ফুকন। সহসভাপতি পদের লড়াইয়ে দুজন হলেন অঞ্জনকুমার শর্মা ও মণি মহন্ত। সাধারণ সম্পাদক পদে লড়ছেন জগদীশচন্দ্র পাটগিরি ও মুকুট রাজ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বশিষ্ঠা দেব ফুকন ও কিশোরজ্যোতি শর্মা, কার্যালয় সম্পাদক পদে হেমন্ত বর্মন ও নিতুল চাংমাই, প্রচার সম্পাদক পদে অখিল কলিতা ও সৌভিক সোম, কোষাধ্যক্ষ নবনিতা কলিতা ও তপন ডেকা লড়ছেন।
বাকি আটটি কার্যকরী সদস্য পদের প্রার্থীরা হলেন অশ্বিনীকুমার দাওরাহ, ভাস্কর শর্মা, ভুবন চেতিয়া, দীপেন বরুয়া, ধীরাজ শর্মা, যতীন ভগবতী, কমল তালুকদার, প্রদীপ বর্মণ, প্রশান্তকুমার মোদক, রাহুল চক্রবর্তী, রাজিব তালুকদার, সাহেদ আলি আহমেদ, সায়েদ রবিউল হক, সোনাধর ডেকা ও তরনীচরণ কলিতা।
প্রার্থী হিসেবে বরাকের রাহুল চক্রবর্তী। তিনি কার্যকরী সদস্য পদে। প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আগের কমিটিতেও ছিলেন। ইতিমধ্যে প্রার্থীরা প্রচারাভিযান শুরু করছেন। সামাজিক মাধ্যমে জোর প্রচার চালাচ্ছেন। মোট ভোটার রয়েছেন ৮০৪ জন। এরমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১৫ জন ও জেলা কমিটির ২৮৯ জন ভোটার।