শ্রীভূমি জেলার হোটেল রেস্টরেন্ট ইত্যাদির পানীয় জলের গুনগত মান প্রতি মাসে পরীক্ষা করাতে নির্দেশ


জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায়, সুরক্ষিত ও পানের যোগ্য পানীয়জলের সরবরাহ সুনিশ্চিত করতে বৃহস্পতিবার শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশে জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ও অনুরুপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয়জলের গুনগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে।

এতে প্রতিমাসে প্রতিষ্ঠানগুলিকে  পানীয়জলের বিআইএস স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, ক্যামিকেল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইর আওতায় থাকতে হবে। পাশাপাশি, প্রতিষ্ঠানগুলিকে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য আধিকারিক পুরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময় মত ওই প্রতিষ্ঠানগুলির পানীয়জলের গুনগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে জন স্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা ও গুণগতমান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *