স্পা ও সেলুনগুলির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১০, উদ্ধার ১৩জন ভুক্তভোগী

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবৈধভাবে পরিচালিত স্পা ও সেলুনগুলির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার পল্টনবাজার, চান্দমারি, পানবাজার ও গীতানগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গ্রামের তরুণীদের অবৈধভাবে দেহব্যবসায় যুক্ত করে একটি র‌্যাকেট চালিয়ে আসছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্পা ও সেলুনের নামে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ পুলিশ দীর্ঘদিন ধরেই পেয়ে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাঁচটি স্পা ও সেলুনের সন্ধান পাওয়া যায়। চারটি থানায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে পুলিশ ১০ জনকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ জানায়, পানবাজারের ভার্গব হেয়ার বিউটি স্পা অ্যান্ড ইউনিসেক্স সেলুন থেকে মনোজ কুমার ঢাকুয়াসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনজনকে উদ্ধার করা হয়েছে। গীতানগরের মৌ স্পা হেয়ার অ্যান্ড বিউটি সেলুন থেকে অসীম শর্মাসহ পাঁচজনকে গ্রেফতার এবং দুইজনকে উদ্ধার করা হয়। পানবাজারের ব্লিচ স্পা ইউনিসেক্স সেলুন থেকে জ্ঞানেন্দ্র তালুকদারসহ দু’জনকে গ্রেপ্তার এবং তিনজনকে উদ্ধার করা হয়। পানবাজারের দিব্যা বিউটি স্টুডিও থেকে একজনকে গ্রেফতার এবং তিনজনকে উদ্ধার করা হয়। চান্দমারির কালার্চ হেয়ার অ্যান্ড বিউটি স্পা থেকে একজনকে গ্রেফতার এবং দুইজনকে উদ্ধার করা হয়।।পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার এবং ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, অধিকাংশ ভুক্তভোগী গ্রামের বাসিন্দা। বিশেষ করে গ্রামের তরুণীদের লক্ষ্য করে অভিযুক্তরা এই অবৈধ কর্মকাণ্ড চালাত এবং ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণীদের দিয়ে দেহব্যবসা পরিচালনা করা হচ্ছিল। আজ অভিযুক্তদের আদালতে হাজির করা হলে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত বর্তমানে অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *