মহিষ নিয়ে কাবুগঞ্জ বাজারে আসার পথে অটো ট্রাকের ধাক্কায় আহত পৌঢ়
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাবুগঞ্জ বাজারে মহিষ নিয়ে আসার পথে নগদীরগ্রামে এক পেট্রোল পাম্পের কাছে ডিজেল অটো ট্রাকের ধাক্কায় ও মহিষের চাপায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। বুধবার এ দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, আমড়াঘটের দিক থেকে কাবুগঞ্জ অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির ডিজেল অটো ট্রাক পূর্ব সোনাইর বিদ্রোহীপারের বাসিন্দা আসাব উদ্দিন লস্করের মহিষকে ধাক্কা মারে। ধাক্কায় মহিষটি আসাব উদ্দিনের উপর পড়ে গেলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা মহিষের নিচে থেকেই তাকে উদ্ধার নরসিংহপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। সেখানে চিকিৎসকরা তাকে স্থানান্তর করেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ। সোনাই পুলিশ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত করে এএস ১১ ডিসি ৩৯১২ নম্বরের ডিজেল অটো ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে যায়।