নববর্ষ উপলক্ষে মাতৃভূমি সামাজিক সংস্থার মানবিক উদ্যোগ, মসজিদ ও মন্দিরে পানীয়জলের ফিল্টার বিতরণ

দিলোয়ার হোসেন বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষ ২০২৬ উপলক্ষে সমাজকল্যাণ ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাতৃভূমি সামাজিক সংস্থা। সংস্থার সভাপতি সিতাংশু দাস বৃহস্পতিবার ভাগা বাজার এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে পানীয়জলের আরও ফিল্টার বিতরণ করেন। নববর্ষের শুভক্ষণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংস্থার সভাপতি। এদিন ভাগা বাজার সংলগ্ন ভাগা বাজার জামে মসজিদ এবং রাধা কৃষ্ণ শিব মন্দিরে দু’টি করে মোট চারটি আধুনিক পানীয়জলের ফিল্টার তুলে দেয় মাতৃভূমি সামাজিক সংস্থা। ধর্মীয় উপাসনালয়গুলিতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত থাকে। বিশেষ করে গ্রীষ্মপ্রধান এই অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রায়ই সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই বিষয়টি মাথায় রেখেই মাতৃভূমি সামাজিক সংস্থার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন ও উপাসনালয়ের কর্তৃপক্ষ।

ফিল্টার বিতরণ কর্মসূচির সময় সংস্থার সভাপতি সিতাংশু দাস বলেন, “নববর্ষ মানেই নতুন করে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। ধর্মীয় স্থানগুলি কেবল উপাসনার কেন্দ্রই নয়, সামাজিক সম্প্রীতি ও মানবিকতার প্রতীক। তাই মসজিদ ও মন্দির—উভয় জায়গাতেই আমরা সমানভাবে এই পরিষেবা পৌঁছে দিতে চেয়েছি।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও মাতৃভূমি সামাজিক সংস্থা শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক বিষয় নিয়ে কাজ করে যাবে।

এদিনের এই কর্মসূচিতে সভাপতি সিতাংশু দাসের সঙ্গে উপস্থিত ছিলেন চপলকুমার দাস, বাপ্পা পাল, সহ মাতৃভূমি সামাজিক সংস্থার অন্যান্য কার্যকর্তারা। তাঁরা সকলেই নববর্ষের দিনে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচি চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ আবহ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, মাতৃভূমি সামাজিক সংস্থার এই উদ্যোগ শুধু একটি পরিষেবা নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক শক্তিশালী বার্তা বহন করে। শুভ নববর্ষের দিনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *