বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে বরাক উপত্যকার সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব অতীন দাশকে সম্মাননা প্রদান করল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, বিত্ত অধিকর্তা ড. রণবিজয় দাস, আর্টস ও হিউম্যানিটিস-এর কো-অর্ডিনেটর আশরাফ হোসেন প্রমুখ।
অতিথি অতীন দাশকে পুষ্পস্তবক, উত্তরীয় ও শাল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়। এবং তাঁর সাংবাদিক জীবনের কৃতিত্বকে সম্মান জানিয়ে গুরুচরণ বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে একটি মানপত্র প্রদান করা হয়। মানপত্রটি পাঠ করেন ড. উত্তম পালুয়া।
স্বাগত বক্তব্য রাখেন গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল। এরপর আশরাফ হোসেন, কেন এই দিনটিকে জাতীয় প্রেস দিবস হিসেবে নির্বাচন করা হয়েছে এ নিয়ে আলোচনা করেন। তিনি পড়ুয়াদের প্রতিদিন অন্তত একটি সংবাদপত্র পাঠের উপর গুরুত্ব আরোপ করেন।
মুখ্য অতিথি অতীন দাশ সাংবাদিকদের ন্যূনতম যে গুণগুলো থাকা উচিত সে বিষয়ে বলেন এবং সাংবাদিকতাকে শুধুমাত্র পেশা হিসেবে গ্রহণ না করে, সমাজ পরিবর্তনের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য একজন সাংবাদিককে সত্যনিষ্ঠ ও নির্ভীক হওয়ার পরামর্শ দেন। তিনি এও বলেন, আমাদের সংবিধান সরাসরি সাংবাদিকদের স্বাধীনতার অধিকার দেয়নি। তিনি পড়ুয়াদের বই পড়ার আগ্রহ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।
উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে কীভাবে মিথ্যে সংবাদ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে প্রকৃত সংবাদ কীভাবে খুঁজে বের করতে হবে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে হবে, তাহলে আমরা আগামী প্রজন্মকে আরও সুস্থ, সচেতন ও শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারব। শুধু বিএ পাস বা গণ-জ্ঞাপন বিভাগের ছাত্রছাত্রী হয়ে ডিগ্রি অর্জন করলেই হবে না, নিজেদের দক্ষতা বিকাশ ঘটাতে হবে। খবর লিখতে পারা, তা বিশ্লেষণ করা এবং তৎপরতার সঙ্গে সত্যকে তুলে ধরতে পারাই একজন প্রকৃত সাংবাদিকতার ছাত্রছাত্রীর পরিচয়।
অনুষ্ঠানের শুরুতে গণজ্ঞাপন বিভাগের ছাত্রী স্নেহা পাল ও শ্রুতি পুরকায়স্থ গণেশ বন্দনা পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জ্যোতিষ দত্ত। জাতীয় সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে তৃতীয় সেমিস্টারের ছাত্রী অনুসূয়া ভট্টাচার্য।


