২৬ য়ে অসমে সরকার করবে আপ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী মানে
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : “আপনি আমার কথা লিখে রাখুন। আমি বলছি- আম আদমি পার্টি ২৬ এর এপ্রিলে অসমে সরকার গঠন করবে”। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে শনিবার বিশ্বনাথ চারিয়ালিতে আম আদমি পার্টির প্রার্থী ঋষিরাজ কাউন্দিনিয়ার জন্য একটি বিশাল রোড শোতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের বলেন।
মুখ্যমন্ত্রী, যিনি দলের শোণিতপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর পক্ষে প্রচার করছেন, অসম সফরের দ্বিতীয় দিনে রাজ্যের ৮ হাজার সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী বেসরকারি স্কুল চালু করেছেন। যে রাজ্যে মুখ্যমন্ত্রীর স্ত্রী বেসরকারি স্কুল খুলবেন, সেখানে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হবে।”
“বর্তমান মুখ্যমন্ত্রী ২০২২ সালে কংগ্রেস সরকারে আসামের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তাঁর সদিচ্ছা থাকলে আমরা অসমের শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে দিল্লি এবং পঞ্জাবের মতো করে তুলতে পারতেন অসমে”। তিনি বলেন, কোনও রোগের উন্নত চিকিৎসার জন্য চণ্ডীগড় বা দিল্লিতে ছুটতে হবে না।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, গত দুই বছরে তাঁর রাজ্যে ৪৩ হাজার সরকারি নিয়োগ করা হয়েছে। পঞ্জাবের বর্তমান সরকার রাজ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করেছে।
পঞ্জাবের বর্তমান সরকার রাজ্যে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলেছে।
বিশ্বনাথ চরিয়ালিতে ক্লক টাওয়ার থেকে কয়েক কিলোমিটার দীর্ঘ একটি বিশাল রোড শোতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মজুরি বৃদ্ধির নিশ্চয়তা দিয়েছেন। চা শ্রমিকদের জন্য ৪৫০ টাকা বৃদ্ধির গ্যারান্টি দেন। চা বাগান শ্রমিকদের জমি পাট্টা প্রদান করার সংকল্প ঘোষণা করেন।