১৮ নভেম্বর বরাকের শিল্পী সমাজের উদ্যোগে শিলচরে ‘হাজার কণ্ঠে মায়াবিনী’ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে বরাকের শিল্পী সমাজ। আগামী ১৮ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় শিলচর ডিএসএ গ্রাউন্ডে অসমের যুব-হৃদয় সম্রাট, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে এক বিশাল ও অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো হাজারো কণ্ঠে জুবিনের কালজয়ী গান মায়াবিনী। যা একই মঞ্চে অসমিয়া ও বাংলা উভয় সংস্করণে গাওয়া হবে।

​​অনুষ্ঠানকে আরও আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ। মঞ্চে থাকবেন ‘ভারত কণ্ঠ’ দেবজিৎ সাহা। এছাড়াও, রিয়ালিটি শো-তে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথালী সোম উপস্থিতি থাকবেন। তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেবে বলেই আশা করা হচ্ছে।
​বরাক উপত্যকার আপামর জনসাধারণ ও শিল্পী সমাজের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে বিরাট উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হচ্ছে। জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি বরাকের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক আবেগ। তাঁর প্রতি এই গণ-শ্রদ্ধাঞ্জলি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে সবাই ব্যাপক উৎসাহী। আর এই উৎসাহ এটাই প্রমাণ করে যে, জুবিনের জনপ্রিয়তা বরাকের হৃদয়ে কতটা গভীর।

​এই বিশাল আয়োজনকে সফল করতে এবং বরাক উপত্যকার শিল্পী সমাজের সম্মানকে অটুট রাখতে উদ্যোক্তারা সকলের সক্রিয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *