বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে বরাকের শিল্পী সমাজ। আগামী ১৮ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় শিলচর ডিএসএ গ্রাউন্ডে অসমের যুব-হৃদয় সম্রাট, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে এক বিশাল ও অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো হাজারো কণ্ঠে জুবিনের কালজয়ী গান মায়াবিনী। যা একই মঞ্চে অসমিয়া ও বাংলা উভয় সংস্করণে গাওয়া হবে।
অনুষ্ঠানকে আরও আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ। মঞ্চে থাকবেন ‘ভারত কণ্ঠ’ দেবজিৎ সাহা। এছাড়াও, রিয়ালিটি শো-তে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথালী সোম উপস্থিতি থাকবেন। তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেবে বলেই আশা করা হচ্ছে।
বরাক উপত্যকার আপামর জনসাধারণ ও শিল্পী সমাজের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে বিরাট উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হচ্ছে। জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি বরাকের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক আবেগ। তাঁর প্রতি এই গণ-শ্রদ্ধাঞ্জলি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে সবাই ব্যাপক উৎসাহী। আর এই উৎসাহ এটাই প্রমাণ করে যে, জুবিনের জনপ্রিয়তা বরাকের হৃদয়ে কতটা গভীর।
এই বিশাল আয়োজনকে সফল করতে এবং বরাক উপত্যকার শিল্পী সমাজের সম্মানকে অটুট রাখতে উদ্যোক্তারা সকলের সক্রিয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


