নেতাজির জন্মদিনে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত শোভাযাত্রা জন্মবর্ষ উদযাপন সমিতির

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে আটটায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি মুর্তির পাদদেশ পর্যন্ত যাবে। শোভাযাত্রায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠনের প্ৰতিনিধিদের শোভাযাত্রায় যোগদান করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আগামীকাল শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পূর্তি উপলক্ষ্যে একটি স্মরণিকা উন্মোচন করা হবে।

উল্লেখ্য, সমিতির পক্ষ থেকে নেতাজির সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পূর্তি উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি শিলচরের সদরঘাট সংলগ্ন বিজয়ী সংঘের মাঠে, ১৯ জানুয়ারি ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়ি প্রাঙ্গণে, ২০ জানুয়ারি অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। নেতাজির জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে বিজয়ী সংঘের মাঠে বক্তব্য রাখেন কাছাড় কলেজের অধ্যাপিকা স্মৃতি পাল, ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়ি প্রাঙ্গণে সমিতির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, দুর্গাশংকর পাঠশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের নেতাজি সুভাষ ফাউন্ডেশন এর সভাপতি নিহাররঞ্জন পাল।

আগামীকাল সোমবার সন্ধ্যা ৫ টায় শিলচরের মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভার আয়োজন করা হবে শিলচরের নৰ্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে। সংগঠনের পক্ষ থেকে প্রতিটি অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সবার উপস্থিতি কামনা করা হচ্ছে।

Author

Spread the News