৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন, ঘোষণা

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্যের নির্বাচন আয়োগ। মঙ্গলবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সমগ্র ডিমা হাসাও জেলায় নির্বাচন আচরন বিধি বলবৎ হয়ে যায়। আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গনণা করা হবে ১২ জানুয়ারি।

উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। এদিকে রাজ্য নির্বাচন কমিশন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের নির্ঘন্ট অনুসারে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮ টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ ডিসেম্বর।  বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা। এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২২ ডিসেম্বর। ৮ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরিষদের ২৮ টি আসনের ভোট গ্রহন করা হবে। কোনও ভোট গ্রহন কেন্দ্রে যদি পুনরায় গ্রহণ করতে হয় তাহলে ১০ জানুয়ারি এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি সকাল ৮ টা থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি আসনের জন্য ভোট গননা শুরু হবে।

মঙ্গলবার বিকেলে ডিমা হাসাও জেলা আয়ুক্তের কার্যালয়ের সভা কক্ষে এক সাংবাদিক সন্মেলন করে জেলা আয়ুক্ত তথা রিটার্নি অফিসার সীমান্তকুমার দাস বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করতে প্রাথমিক সব কাজ কর্ম ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পূর্ণ করতে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করে সীমান্ত কুমার দাস বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৪১ হাজার ১২৪ জন। মোট ভোট গ্রহন কেন্দ্রের সংখ্যা হচ্ছে ২৮০ টি এরমধ্যে ২৭ টি ভোট গ্রহন কেন্দ্র অতি স্পর্শকাতর ও ১০০ ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর বলে জানিয়ে জেলা আয়ুক্ত প্রতিটি ভোট গ্রহন কেন্দ্রে দুজন করে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে এবং অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর ভোট গ্রহন কেন্দ্র গুলিতে লোকসভা বিধানসভা নির্বাচনে যে ভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেই নিয়ম মেনেই নিরাপত্তা ব্যবস্থা করা হবে এবং এনিয়ে পুলিশ প্রশাসনের  সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে বলে জানিয়েছেন জেলা আয়ুক্ত সীমান্তকুমার দাস।

Author

Spread the News