দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : মানবাধিকার দিবসের প্রেক্ষিতে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বুধবার রাত ৮ টা ৩০ মিনিটে শিলচর পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেরেঙ্গার অগপ এবং কাছাড় জেলার মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বড়ভূইয়ার বিশেষ আমন্ত্রণে আটজন দিবাঙ্গের সঙ্গে দীর্ঘ সময় সাক্ষাৎ করেন। এই সময়ে তিনি তাদের সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে মত বিনিময় করেন এবং তাদের চিকিৎসা ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রত্যয় ছিলো দিবাঙ্গদের সঠিক চিকিৎসা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা। তিনি সক্ষম সামাজিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে নিবিড় যোগাযোগ করে এই আটজন দিবাঙ্গের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন ও তাদের প্রত্যেককে অরুণোদয় সুবিধা প্রদান করেন।
শারিকা আজমি বড়ভূইয়া বলেন, এই প্রথমবারের মতো কোনও বিধায়ক সরাসরি এসে দিবাঙ্গদের সঙ্গে দেখা করেছেন, তাদের সমস্যা শুনেছেন এবং সরকারি সুবিধা ও চিকিৎসার কথা বলেছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এই মানবিক মনোভাব আমাদের জন্য এক অনুপ্রেরণা।বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, দিবাঙ্গর হলেন ঈশ্বরের সন্তান। তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যথাযথ চিকিৎসা ও সেবা দিতে হবে। যথার্থ মানবসেবা তখনই সম্পূর্ণ হবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা, সম্পাদক রিয়াজুল হক বড়ভূইয়া, প্রণজিৎ দেব, রুকন খান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


