বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি কলকাতায়’ শ্রীহট্ট সম্মিলনী’র ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সার্ধশতবর্ষ উদযাপন করা হবে। সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় দু’দিনব্যাপী অনুষ্ঠান সহ দিল্লি এবং শিলচরে ১৯শে মে একাদশ শহিদকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হবে।
সোমবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ‘শ্রীহট্ট সম্মিলনী ‘কলকাতার সভাপতি সুবীর কর পুরকায়স্থ। তিনি জানান, ১৮৭৬ সালে ডাঃ সুন্দরীমোহন দাস, বিপিনচন্দ্র পাল সহ বহু বরেন্য ব্যাক্তিত্বের উদ্যোগে স্থাপিত হয় ‘শ্রীহট্ট সম্মিলনী’। শ্রীহট্ট সম্মিলনীর গ্রাউন্ড জিরো হলো বরাক উপত্যকা। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত শ্রীহট্ট সম্মিলনী বঙ্গের অন্যতম প্রাচীন ও সম্মানিত সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শ্রীহট্রিয় (সিলেটি) মূলের মানুষের ঐক্য, পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। ডাঃ সুন্দরী মোহন দাস, বিপিনচন্দ্র পাল, তারাকিশোর চৌধুরী (স্বামী সন্তদাস বাবাজী) সহ আরো অনেক দেশবরেণ্য শ্রীহট্রিয় ব্যক্তিদের উদ্যোগে এই প্রতিষ্ঠানের সূচনা হয়। আর বরাক উপত্যকা হল সিলেটি অধ্যুষিত এলাকা। সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে এই এলাকায় একটি অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সাধন পুরকায়স্থকে আহ্বায়ক করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ১৯ শে মে ১১ শহিদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি আরও একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ, শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদযাপন কমিটির কনভেনর নিলোৎপল ভট্টাচার্য, সৌভিক দাস, সুনন্দা নন্দী পুরকায়স্থ, হারান দে, প্রদীপ দত্তরায়, সাধন পুরকায়স্থ, রূপম নন্দী পুরকায়স্থ, স্বর্ণালি চৌধুরী, সুজন দত্ত, রসরাজ দাস, অতনু ভট্টাচার্য, সিহাব উদ্দিন, বলাই দেব প্রমুখ।



