১২ ডিসেম্বর অনশনের ডাক ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটির

ভৈরবী-গুয়াহাটি রেল সহ নানা দাবিতে চরমসীমা_____

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : হাইলাকান্দি জেলা ও প্রতিবেশী মিজোরামের যাত্রী পরিষেবার সামগ্রিক উন্নয়নে ভৈরবী-গুয়াহাটি যাত্রীরেল অবিলম্বে চালু করা, ভৈরবী-শিলচর রুটে আরও একজোড়া যাত্রীরেল চালু, বর্তমান ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা, আগরতলা-করিমগঞ্জ ডেমু ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ করা এবং সাইরাং রেল প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করে দূরপাল্লার ট্রেন চালুর দাবিতে হাইলাকান্দি জেলার বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, জেলা ব্যবসায়ী সমিতি, বরিষ্ঠ নাগরিক সংস্থা সহ বিভিন্ন গণসংগঠন, ক্লাব-সংস্থার সঙ্গে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি দাবি আদায়ে আন্দোলন সংগঠিত করার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে নাগরিক সভা ডেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকে আরও বেগবান ও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দাবি আদায়ে বিভিন্ন সময় ধরনা, বিক্ষোভ, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ-বিধায়ক সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় দাবি সংবলিত  স্মারকপত্র দেওয়া হয়েছে।

ব্রডগেজ সংগ্রাম কমিটির উদ্যোগে হাইলাকান্দি জেলার বিশিষ্ট নাগরিক বদরপুর গিয়ে রেলওয়ে অ্যারিয়া ম্যানেজার অফিস প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দেন। হাইলাকান্দি রেলস্টেশনে বহুবার ধরনা ও বিক্ষোভ কার্যসূচি পালিত হয়।

কিন্তু রেলমন্ত্রক দীর্ঘদিনের এই গণদাবিকে সম্পূর্ণ উপেক্ষা করছে বলে অভিযোগ তোলা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। তিতিবিরক্ত হয়ে এবার সংগ্রাম কমিটি আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) একদিনের অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই অনশন ধর্মঘট কার্যসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি।

প্রসঙ্গত, আন্দোলন কর্মসূচির প্রতি রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যেশ্যে হাইলাকান্দি রেলওয়ে স্টেশনমাস্টারের মাধ্যমে বদরপুরের রেল অ্যারিয়া ম্যানেজারের কাছে ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) এক স্মারকলিপি পেশ করা হয়। এবার কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলেও কমিটি হুঁশিয়ারি দিয়ে তাদের সিদ্ধান্ত রেলওয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের জানানো হয় বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তা রঞ্জিত ঘোষ।

Author

Spread the News