ময়নারবন্দ আইওসিতে তেল চুরি, ধৃত ২, উদ্ধার বহু সামগ্রী

বরাক তরঙ্গ, ৪ মার্চ : ময়নারবন্দ আইওসিতে গত কয়েক মাস ধরে চলে আসছে তেল চুরির ঘটনা। এতে এক চক্র কাজ করছে। অবৈধ ভাবে গাড়ি থেকে তেল চুরি করে বিক্রি করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। অভিযানে সিন্ডিকেটের হোতা মাসুম আলম লস্কর ও সাহার লস্কর নামে দু’জনকে গ্রেফতার করা হয়। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের নেতৃত্বে এক অভিযান চালিয়ে ময়নারবন্দ বিভিন্ন গোডাউন থেকে তেলের গ্যালন ড্রাম বাজেয়াপ্ত করার পাশাপাশি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়নারবন্দ আইওসিতে তেল চুরি, ধৃত ২, উদ্ধার বহু সামগ্রী

এ দিন, পুলিশ সুপার নুমুল মাহাতো জানান, বিগত কয়েকদিন ধরে আইওসি থেকে তেল বের হওয়ার পর এরা  তেল চুরি করে সিন্ডিকেটে চালাচ্ছে। এদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার এও জানান, অভিযানে ২০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল সহ খালি ৩৫টি কনটেইনার উদ্ধার করা হয়। তিনি বলেন, এই চক্রে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। শীঘ্রই তাদের পাকড়াও করা হবে। পুলিশ সুপার এও জানিয়েছেন, এই সিন্ডিকেটে যদি আইওসি কর্তৃপক্ষ কেউ থাকেন তাদেরও আনা হবে আইনের আওতায়।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News