আন্তর্জাতিক নার্স দিবসে বিভিন্ন আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর

বরাক তরঙ্গ, ১২ মে : সারা দেশের সঙ্গে শিলচরেও আন্তর্জাতিক নার্স দিবস পালন করল আসাম ইনস্টিটিউট অফ নার্সিং। রবিবার সকালে আসাম ইনস্টিটিউট অফ নার্সিঙের নার্স-কর্মকর্তারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা সৈদপুর রেহিমের দোকান থেকে শুরু হয়ে সোনাবাড়িঘাট বাইপাসে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রার শেষে ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নার্স দিবসের উপরে বক্তব্য রাখেন অতিথিরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। অনুষ্ঠানে কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক নার্স দিবসে বিভিন্ন আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর

বক্তব্যে অতিথিরা বলেন, আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন  নার্সিং একটি পেশা নয় সেবা।  প্রত্যেক নার্সরা তাদের কর্মের মাধ্যমে অসুস্থ রোগীদের সেবা করে থাকেন তাই প্রত্যেক নার্সের জন্য আজকে বিশেষ সম্মানের দিন।

আন্তর্জাতিক নার্স দিবসে বিভিন্ন আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজওয়ান আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মফজল হোসেন বড়ভূইয়া, অধ্যক্ষ লালরেম্পুই ফানাই, উপাধ্যক্ষ সুমিয়ারা বেগম লস্কর, সেহনাজ আকতার লস্কর সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সকল কর্মকর্তারা।

Author

Spread the News