সোনাইয়ে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ অনুষ্ঠান

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : নব গঠিত শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ অনুষ্ঠান শনিবার সোনাইর এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। মহকুমা সম্মিলনীর প্রাক্তন সভাপতি অতনু চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে নব গঠিত মহকুমা কমিটির সভানেত্রী শিল্পী গুপ্তা, সম্পাদক ফয়জুল হক মাঝারভুইয়া সহ জেলা কমিটির কার্যকরী কমিটির কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ পাঠ করান শিক্ষাবীদ আইনুল হক মজুমদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জি, বিওপি সাবিনা সুলতানা সহ মহকুমা প্রাথমিক শিক্ষা সম্মিলনীর কমিটির কর্মকর্তা সুদীপ দে, স্বপন চক্রবর্তী, সুভাষ চৌহান প্রমুখ।  অনুষ্ঠানে সোনাই সহ নরসিংপুর, শালচাপড়া, উদারবন্দ, কাটিগড়া বড়খলা শিক্ষাখণ্ডের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সোনাইয়ে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ অনুষ্ঠান
সোনাইয়ে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শপথ অনুষ্ঠান

Author

Spread the News