ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে নীতীশও
২৪ আগস্ট : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শরিকি চাপের মুখে পড়তে চলেছে নরেন্দ্র মোদি সরকার। বড় দুই শরিক নীতীশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি এবং চিরাগ পাসোয়ানের এলজেপি মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত হোক বলে দাবি করেছে বলেই সূ্ত্রের খবর।
বিলটি নিয়ে অবশ্য আগেই টিডিপি, এলজেপি প্রশ্ন তুলেছিল। তাতে নতুন সংযোজন নীতীশের দল। বিলটি পেশের সময়ে লোকসভায় অবশ্য জেডিইউ তার সপক্ষেই সওয়াল করেছিল। তবে বর্তমানে দলের অন্দরে বিলটি নিয়ে প্রশ্ন উঠছে। তাই তারা যে অবস্থান বদলাতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। আগামী বছরেই বিহার বিধানসভার নির্বাচন। সেখানে সংখ্যালঘুদের প্রায় কুড়ি শতাংশ ভোট রয়েছে। ওয়াকফ সংশোধনী বিলে মুসলিমদের স্বার্থ রক্ষা না হলে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে বলেই নীতীশের মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিহারের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহম্মদ জামা খান ও জেডিইউয়ের কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা ইতিমধ্যেই তাদের প্রশ্ন ও দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখাও করেছেন। শরিকি চাপে শেষ পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র কোন রাস্তায় হাঁটে, সেদিকে নজর রাখছেন বিরোধীরাও।
খবর : সংবাদ প্রতিদিন।