মৌসুমী হসপিটালে দুই মহিলা কর্মচারীর ঝগড়া, ব্যাপক ভাঙচুর
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মৌসুমী হসপিটালে দুই মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে হসপিটালের কম্পিউটার, ল্যাপটপ۔,প্রিন্টার মেশিন সহ জরুরী কিছু পরিষেবার জিনিসপত্র ভাঙচুর চালায়। ঘটনাটি সংঘটিত শনিবার সন্ধ্যারাতে। দেব পদবীর এক মহিলা কর্মচারী দাস পদবীর আরেক মহিলা কর্মীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে চেষ্টা করেন হসপিটালের কর্তব্যরত সিকিউরিটি গার্ড জয়দীপ দেব। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়।
দেব পদবীর মহিলা রুদ্রমূর্তি ধারণ করে হসপিটালে ভাঙচুর চালান। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় বাধ্য হয়ে হসপিটালের মালিক ডাঃ জেপি দাস পুলিশের খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।