২৯ মে শিলচরে হবে সিইউইটির বাংলা ও ইভিএস পরীক্ষা, জানালো এনটিএ
বরাক তরঙ্গ, ২৪ মে : স্নাতকস্তরে ভর্তির যোগ্যতা যাচাইয়ের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-য়ের দ্বারা আয়োজিত সিইউইটি পরীক্ষার বাংলা এবং ইভিএস পেপারে প্রথমে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সেন্টার আইজল, শিলং, কোকড়াঝাড়, আগরতলা, যোরহাট, গুয়াহাটি ইত্যাদি জায়গায় রাখা হয়েছিল এবং এনিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শেষমেশ এতে হস্তক্ষেপ করেন অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেণ্ড। এবার এনটিএ-য়ের তরফে জানানো হয়েছে, বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীদের জন্য ২৯ মে শিলচরে এই দুই বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার মূল তারিখ ছিল ২৪ মে (শুক্রবার) এবং নানান বিতর্কের মধ্যেও অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিজেদের নির্ধারিত সেন্টার থাকা শহরে উপস্থিত হয়েছে। এনটিএ-য়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতিমধ্যে ২৪ তারিখে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট শহরে পৌঁছে গেছেন, তারা এদিন পরীক্ষা দিতে পারবেন। যেসব আবেদনকারীরা ২৪ তারিখে পরীক্ষা দেওয়ার জন্য যেতে পারেননি, তাদের ক্ষেত্রে ২৯ মে পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটা হবে শিলচরে। এদের জন্য নতুন এডমিট কার্ড সিইউইটির ওয়েবসাইটে তুলে ধরা হবে।
এনটিএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমে বিষয়টি আঁচ করতে পারেননি তবে পরবর্তীতে বিভিন্ন মহল থেকে আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত বদল করা হয়েছে। যেহেতু বরাক উপত্যকার অনেক ছাত্র-ছাত্রী প্রাকৃতিক দুর্যোগের ফলে পরীক্ষায় অংশ নিতে পারছেন না, এনটিএ তাদের সুযোগ করে দিতেই ২৯ মে শিলচরে পরীক্ষা আয়োজন করছে। তারা বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদের বলছি, আপনারা পরীক্ষা দেওয়ার জন্য ঝুঁকি নিয়ে কোথাও যাবেন না। আপনাদের কথা মাথায় রেখে আমরা বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীদের জন্য শিলচরে পুনরায় পরীক্ষা আয়োজন করছি।’