সোনাইয়ে কোয়ার্টারে উত্তর কৃষ্ণপুর কেজিএন

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টারে পৌঁছল উত্তর কৃষ্ণপুর কেজিএন। বৃহস্পতিবার সোনাই এনজি স্কুলের মাঠে তারা হারায় ৩-১ গোলে হারায় ক্লেভার হাউস পানিভরাকে।  খেলায় জোড়া গোল করেন জবরুল (১৯ ও ২৪ মিনিটে। ১৪ মিনিটে প্রথম গোল করেন তাহের। উত্তর কৃষ্ণপুর কেজিএন এর গোলটি আত্মঘাতী গোল ছিল।

এ দিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুকাইলং থোমার। তাঁর হাতে মণির উদ্দিন লস্কর স্মৃতি ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন মিলু মজুমদার। খেলা পরিচালনা করেন ইজাজ আহমেদ, জাফর বড়ভূইয়া, টিটু লস্কর ও আবু আব্বাস লস্কর। আগামীকাল খেলবে ধনিপুর ড্রিম একাদশ বনাম বিন্নাকান্দি এফসি।

সোনাইয়ে কোয়ার্টারে উত্তর কৃষ্ণপুর কেজিএন
সোনাইয়ে কোয়ার্টারে উত্তর কৃষ্ণপুর কেজিএন

Author

Spread the News