কবিরাজের হ্যাটট্রিক, মাতৃভূমি কাপে জামালপুরের বিশাল জয়
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কবিরাজের হ্যাটট্রিকে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে বিশাল ব্যবধানে জয়লাভ করলো জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইর বিএনএমপি এইচ এস স্কুলের মাঠে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম খেলায় জামালপুর এফসি ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ইলেভেন ব্রাদার্স এফসি দলকে। জামালপুর দলের হয়ে হ্যাট্রিক করেন ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবিরাজ। গোল করেন খেলার ১৯, ৪৮ ও ৬৮ মিনিটে।
এছাড়াও জামালপুর এফসি দলের হয়ে খেলার ৬৫ মিনিটে আকন এবং ৬৯ ও ৭০ মিনিটে জাহির খান পর পর দু’টি গোল করেন। অপরদিকে ইলেভেন ব্রাদার্স এফসি দল কোন গোল করতে সক্ষম হয়নি। দুর্দান্ত এই জয়ের সুবাদে টুর্নামেন্টের পরবর্তী রাউণ্ডে প্রবেশ করলো শক্তিশালী দল জামালপুর এফসি।
উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন কবিরাজ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন সমাজসেবী দিলীপ কুমার রায়। এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর। সহযোগী হিসাবে ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। শুক্রবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় বাঘখাল এফসি মোকাবিলা করবে বাম ডেভলপমেন্ট ক্লাব ভাগার বিরুদ্ধে।