রাধামাধব কলেজে ‘নিযুত ময়না প্রকল্প’ এর প্রপত্র বণ্টন
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার হাত ধরে বৃহস্পতিবার ‘মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প’ এর সূচনা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র তুলে দেন। এই অনুষ্ঠানের সূত্র ধরে শিলচর রাধামাধব কলেজেও ভিডিও কনফারেন্সিং সহযোগে মূখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বণ্টনের পরেই রাধামাধব কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশিস সোম। তিনি ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে মুখ্যমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন তারজন্য তাকে ধন্যবাদ জানান।
ছাত্রীদের শিক্ষিত ও সাবলম্বীকরণে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসানীয় : দেবাশিস সোম___
এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস সোম বলেন, ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আর্থিক ভাবে সাবলম্বী করতে হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী ‘নিযুত ময়না প্রকল্প’ এর আনুষ্ঠানিক সূচনা করে ছাত্রীদের শিক্ষিত ও সাবলম্বীকরণে যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রসংশার যোগ্য । তিনি বলেন, সরকার ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের জন্য মাসিক এক হাজার টাকা ও স্নাতক প্রথম বর্ষের জন্য বারশো পঞ্চাশ টাকা প্রদান করার পরিকল্পনা নিয়েছে যা আগে কোন সরকার চিন্তাই করতে পারেনি। শুধু তাই নয় বাল্যবিবাহ রোধে সরকার যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তা আসামের ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। ঠিক তদ্রূপ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও শিলচরের সার্বিক উন্নয়ন সহ শিক্ষার মানদণ্ড উন্নত করতে সদা তৎপর রয়েছেন বলে জানান দেবাশিসবাবু। তিনি তারজন্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এদিন শিলচর রাধামাধব কলেজের তিনশ পঞ্চাশেরও অধিক ছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের প্রপত্র তুলে দেওয়া হয়। অসম সরকারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা আইএএস, অতিরিক্ত জেলাশাসক জোনালি দেবী – এসিএস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশিস সোম প্রমুখ।
এছাড়াও এদিন রাধামাধব কলেজের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, আইকিউএসি-র অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য ও ড. স্বর্ণালী রায় চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনিয়া, অধ্যাপক ড. পিয়া দাস, নম্রতা নাথ, ড. সন্তোষ বরা, সুরভি ঘোষ প্রমুখ।