উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ ২.০ প্রতিযোগিতার প্রস্তুতি সভা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ ২.০ প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার করিমগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টেয় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা খেল মহরণ কমিটির সহ-সভাপতি এডিসি উদয়শঙ্কর দত্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন টেরন, সদস্য সচিব ও জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উপ পুরপতি সুখেন্দু দাস, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুরের খণ্ড উন্নয়ন আধিকারিকগণ, করিমগঞ্জ পুরসভা ও উত্তর করিমগঞ্জের গ্রাম পঞ্চায়েত খেল মহারণ কমিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

এদিনের সভায় আগামী ২০ ও ২১ নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া খেল মহারণ প্রতিযোগিতায় অ্যাথলেটিক, ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন খেলার মাঠ নির্বাচন সহ প্রতিযোগীদের সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন কর্মপন্থা স্থির করতে এই সভা অনুষ্ঠিত হয়।

উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ ২.০ প্রতিযোগিতার প্রস্তুতি সভা

Author

Spread the News